প্রশ্নপত্র ফাঁস নিয়ে ফেসবুকে মন্তব্য, মন্ত্রণালয় বলছে ফাঁস হয়ন।

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগের তৃতীয় ধাপের পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ তুলে কেউ কেউ সামাজিক যোগাযোগমাধ্যমে মন্তব্য করেছেন। তবে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় বলছে, প্রশ্নপত্র ফাঁস হয়নি। পরীক্ষা সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়েছে।

গত শুক্রবার প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগে তৃতীয় ও শেষ ধাপের লিখিত পরীক্ষা ঢাকা ও চট্টগ্রাম বিভাগে (৩ পার্বত্য জেলা বাদে) অনুষ্ঠিত হয়। এতে পরীক্ষার্থী ছিলেন প্রায় সাড়ে তিন লাখ।

পরীক্ষার পর কেউ কেউ সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ করে মন্তব্য করেন। এ বিষয়ে মন্ত্রণালয়ের বক্তব্য জানতে চাইলে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা মাহবুবুর রহমান বলেন, পরীক্ষা সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়েছে। কোনো প্রশ্নপত্র ফাঁস হয়নি। আর পরীক্ষার পর এ ধরনের অভিযোগ গ্রহণযোগ্য হতে পারে না।...।

Unique Code wait
Previous Post
No Comment
Add Comment
comment url